কালের আবর্তনে বন-জঙ্গলের পাশে গড়ে উঠা সাতকানিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী এলাকা হলো মাদার্শা ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ মাদার্শা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ প্রায় সকল ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা বৃদ্ধি করেছে।
ক) ইউনিয়নের নাম- ৭নং মাদার্শা ইউনিয়ন।
খ) আয়তন –২১.২৯ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা –৩৪,২৬৬জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা –০৯টি।
ঙ) মৌজার সংখ্যা –০২ টি। (বাবুনগর, মাদার্শা)
চ) হাট/বাজার সংখ্যা -০১টি ।
ছ) যোগাযোগের মাধ্যমঃ উপজেলা সদর থেকে ডলু ব্রীজ হয়ে সি এন জি নিয়ে দেওদীঘি বাজারে (প্রায় ১ কিলোমিটার) এসে রিক্সা বা সি এন জি নিয়ে বাবুনগর স্কুলের পাশে অবস্থিত মাদার্শা ইউনিয়ন পরিষদ ভবন।
জ) শিক্ষার হার –৪৮%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০২টি,
মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি।
উচ্চ বিদ্যালয়ঃ নাই,
দাখিল মাদ্রাসাঃ ১টি,
মাদ্রাসা- ৮টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আবু নঈম মোহাম্মদ সেলিম।
ঞ) ঐতিহাসিক স্থান/পর্যটন স্থানঃ
ট) ইউপি ভবনঃ বাবুনগর স্কুল সংলগ্ন মাদার্শা ইউনিয়ন পরিষদ ভবন ।
ঠ) নব গঠিত পরিষদের বিবরণ –
১। শপথ গ্রহনের তারিখঃ ২২/০৩/২০২২ ইং
২। প্রথম সভার তারিখঃ ২৩/০৩/২০২২ ইং
ড) গ্রাম সমূহের নাম –
১। বাবুনগর
২। রূপনগর
৩। পঃ মাদার্শা
৪। মঃ মাদার্শা (৪নং অংশ )
৫। মাদার্শা
৬। দঃ মাদার্শা
৭। মঃ মাদার্শা (৭নং অংশ )
৮। পুর্ব মাদার্শা
৯। উঃ মাদার্শা
ঢ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য –১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব –১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ –৮জন।
৪) উদ্যোক্তা (পরিচালক)- ২ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস